কলকাতা, ১১ অগাষ্ট (হি.স.) : নারদ ঘুষকান্ডে সল্টলেকের এবার ইডি অফিসে হাজির হলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবার
সকাল পৌনে ন’টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তিনি সংবাদ মাধ্যমকে এড়িয়ে ইডি দফতরে হাজির হন। তাকে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখা হয়। পরে বেলা সাড়ে এগারোটা থেকে জিজ্ঞেসাবাদ শুরু করেন ইডির অফিসাররা।
সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা সাংবাদিক স্যাম্যুয়াল ম্যাথুর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন।পঞ্চায়েত মন্ত্রীর কাছে ম্যাথুকে নিয়ে গিয়েছিলেন উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদের ভাই তথা কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবাল আহমেদ। ভিডিওতে দেখা গিয়েছে, একডালিয়ার বাড়িতে বসেই টাকা নিচ্ছেন সুব্রতবাবু। সেই ভিডিও দেখিয়ে ইডির অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এই টাকা তিনি কেন নিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তিনি কোনও সদুত্তর দিতে পারেন নি বলে ইডি সূত্রে জানা গিয়েছে। টাকার বদলে ম্যাথুকে কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে। ওই টাকা নিয়ে তিনি কোন কোন খাতে খরচ করেছেন, সেটাও জিজ্ঞাসা করা হবে বলে জানা গিয়েছে। সুব্রতবাবুর সমস্ত বয়ান রেকর্ড করেন ইডির গোয়েন্দারা।
এর আগেও বারবার তাকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি ইডিকে এড়িয়ে যান। পরে আইনজীবী পাঠিয়ে ইডির কাছে সময়ও চেয়ে নেন তিনি। কিন্তু এবার তদন্ত না এড়িয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া উচিত, দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই মনোভাব বুঝেই শুক্রবার ইডি দফতরে আসেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।
অাগামী ২২ অগাষ্ট পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে ইডি ডেকে পাঠিয়েছে। গত বুধবার এই নারদ কান্ডের জেরে ইডি দফতের হাজির হয়েছিলেন রাজ্যের পুর ও দমকল মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার দমকলমন্ত্রী তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে প্রায় ন ঘন্টা ধরে জেরা করেন ইডির তদন্তকারীরা। এরআগেও নারদকান্ডে তৃণমূলের উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদকে জেরা করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় সুলতানের ভাই কলকাতা পুরসভার ডেপুটি মেয়র ইকবালকেও।
2017-08-11

