মহানদী বাঁচানোর দাবিতে ধরণায় বিজেডি ও কংগ্রেস সাংসদরা

নয়াদিল্লি , ১০ আগস্ট (হি.স) : রাজধানী দিল্লিতে চলতে থাকা মহানদী বাঁচাও আন্দোলন বৃহস্পতিবার তৃতীয় দিনে পড়ল । সংসদ ভবন চত্ত্বরে মহাত্মা গান্ধীর পাদদেশে ওডিশার বিজেডি ও কংগ্রেস সাংসদরা হাতে প্লা-কার্ড নিয়ে ধরণায় বসে পড়েন ।
পরিবেশ ও প্রকৃতি রক্ষা করার দাবির পাশাপাশি ওডিশা রাজ্যে প্রধান নদী মহানদীকে বাঁচানোর দাবিও তারা জানাতে থাকেন । মহানদী বিষয়ে ট্রাইবুনাল গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ধীরে চলো নীতিরও নিন্দা করতে থাকে ধর্নারত সাংসদরা ।
উল্লেখ্য ছত্তিশগড়ে বাঁধ তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে । যদি সেই বাঁধ তৈরি হয়ে যায় তবে ওডিশায় মহানদীর প্রবাহিত মহানদীর ধারা শুকিয়ে যাবে । এবং তা সে রাজ্যে জীব-বৈচিত্রে ও অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে ।