নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়ল আল কায়েদার সন্দেহভাজন সন্ত্রাসবাদী রাজা উল আহমেদ ওরফে আনসার
উল| বৃহস্পতিবার আল কায়েদার সন্দেহভাজন সন্ত্রাসবাদী রাজা উল আহমেদ-কে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ডিপার্টমেন্ট| দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, বেশ কিছু দিন ধরে রাজা উল আহমেদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল| সম্প্রতি সে ভারত ছেড়ে নেপাল হয়ে পালানোর চেষ্টা করছিল, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাজা উল আহমেদকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল ডিপার্টমেন্ট|
গ্রেফতার করার পর রাজা উল আহমেদকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দিয়েছে দিল্লি পুলিশ| পুলিশি জিজ্ঞাসাবাদে আহমেদ জানিয়েছে, স্বাধীনতার দিবসের প্রাক্কালে দিল্লির পাশাপাশি আরও কয়েকটি শহরে তাকে লক্ষ্য রাখার দায়িত্ব দেওয়া হয়| পুলিশের অনুমান, রাজা উল আহমেদ বাংলাদেশের আল কায়েদা জঙ্গি গোষ্ঠী আনসারউল্লা বাংলা টিমের সদস্য|
2017-08-10

