জামুড়িয়ায় উল্টে গেল বাস, আহত অন্তত ৩০ জন যাত্রী

আসানসোল, ১০ আগস্ট (হি.স.): হঠাত্ই সামনে চলে আসা একটি গাড়িকে বাঁচাতে গিয়ে, জামুড়িয়ার নিঘা মোড় সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই একটি বাস| এই দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে ১১ জনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকিদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সকালে বরাকর থেকে বাঁকুড়াগামী একটি যাত্রীবোঝাই বাস ২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল| সকাল তখন ৮.৩০ মিনিট হবে, উল্টো দিকে দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার লেন দিয়ে আসছিল একটি গাড়ি| ২ নম্বর জাতীয় সড়কে জামুড়িয়ার নিঘা সংলগ্ন এলাকায় একটি বাইক বাসটিকে অতিক্রম করার চেষ্টা করে|
তখনই গাড়িটি বাসের সামনে চলে আসায় সজোরে ব্রেক কষেন বাসের চালক| ফলস্বরূপ ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকের লেনে চলে আসে বাসটি| এরপর উল্টে যায় বাসটি| বাসের ভিতরে আটকে পড়া যাত্রীদের চিত্কার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা| আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রত্যক্ষদর্শীদের দাবি, বাস দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী| আহত যাত্রীদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক|