নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): দেশের স্কুলগুলিতে কোন নিয়ম চালু হবে তা ঠিক করার দায়িত্ব আইনসভার | স্কুলে যোগ ব্যায়াম বাধ্যতামূলক করার
আর্জি খারিজ করে মঙ্গলবার জানাল সুপ্রিম কোর্ট।
প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেশের সমস্ত স্কুলগুলিতে যোগ ব্যায়াম বাধ্যতামূলক করতে আদালতে আর্জি জানিয়েছিলেন দিল্লি বিজেপি মুখপাত্র ও আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় এবং জেসি শেঠ| মঙ্গলবার ওই পিটিশন সম্পর্কে সিদ্ধান্ত জানাতে গিয়ে সর্বোচ্চ আদালতের বিচারপতি এম বি লোকুরের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আদালত সরকারকে নির্দেশ দিতে পারে না। এদিন ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, ‘স্কুলগুলিতে কী শেখানো হবে আর কী হবে না, তা আমরা ঠিক করে দেওয়ার কেউ নই। স্কুলে কী শেখানো হবে তা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। তাই বিষয়টি আমাদের এক্তিয়ারের বাইরে।’
দেশের সমস্ত স্কুলে যোগ ব্যায়াম চালু করতে, এর আগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, এনসিইআরটি, এনসিটিই এবং সিবিএসই–এর দ্বারস্থ হয়েছিলেন অশ্বিনী কুমার উপাধ্যায়। জীবনধারণ, শিক্ষালাভ এবং সাম্যের মতো মৌলিক অধিকারের প্রসঙ্গ টেনে, প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে যোগ ব্যায়াম এবং স্বাস্থ্য সংক্রান্ত পাঠ্যবই চালুর আর্জি জানিয়েছিলেন। তিনি বলেন, ‘দেশের সমস্ত নাগরিক, বিশেষ করে শিশু এবং কিশোরদের স্বাস্থ্য পরিষেবা দিতে সরকার দায়বদ্ধ। দেশবাসীর জন্য স্বাস্থ্যের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি ও নিশ্চিতকরণের দায়িত্ব রাষ্ট্রেরই। যোগ ব্যায়াম ও স্বাস্থ্য সংক্রান্ত শিক্ষা দিতে না পারলে তা কোনওভাবেই সম্ভব নয়। তাই অবিলম্বে জাতীয় যোগ নীতি চালু করুক সরকার।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আদালত পিটিশনটিকে স্মারকলিপি হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছিল।–
2017-08-09
