মৃত্যুর চারদিন পর কবর থেকে তোলা হল যুবকের মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগষ্ট৷৷  মৃত্যুর চারদিন পর পর কবর থেকে তুলে যুবকের ময়না তদন্ত করা হল বিলোনীয়ার কাঁঠালিয়ায়৷ হত্যা না আত্মহত্যা কোন সঠিক তথ্য দিতে পারেনি পুলিশ৷ তবে একাংশ এলাকাবাসীর ধারনা হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে করম ত্রিপুরা(১৪) মৃতদেহ৷ ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ৩১ জুলাই রাতে ঋষ্যমুখ ব্লকের কাঁঠালিয়া গ্রামের লোপ ত্রিপুরার চৌদ্দ বছর বয়সী ছেলে করমপুরার মৃতদেহ ঝুলতে দেখা যায় বাড়ির পাশে একটি ছড়ার সংলগ্ণ স্থানে গাছে৷ পুলিশকে কিছু না জানিয়েই পরিবারের লোকেরা ওই দিন রাতেই মৃতদেহ গাছ থেকে নামিয়ে নেয় এবং পরদিন ১ আগস্ট খ্রিষ্টান ধর্ম মতে মৃতদেহ মাটির নিচে কবর দিয়ে দেয়৷ আর এতেই শুরু হয় সন্দেহ৷ এলাকাতে এনিয়ে নানা বিতর্ক শুরু হয়৷ পুলিশকে না জানিয়ে ময়না তদন্ত করিয়ে মৃতদেহের কবরে দেওয়া হল এ নিয়ে এলাকাবাসীর মধ্যে সন্দেহ সৃষ্টি হয়৷ এই ঘটনার পর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে৷ বিষয়টি নিয়ে নারা পরে প্রশাসনে৷ যার ফলে পুলিশ কবর থেকে মৃতদেহ তুলে ময়না তদন্তের আবেদন করে আদালতে৷ আদালতের নির্দেশে তিন সদস্যের ডাক্তারের দল একজন ডিসিএমের উপস্থিতিতে কবর থেকে মৃতদেহ তুলে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ এটি আত্মহত্যা নয় বলে পুলিশও ধারণা করছে৷ যদিও এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে বলে থানা সূত্রে জানা গেছে৷