কানাডার রাষ্ট্রদূতের দায়িত্বভার নিলেন এক বঙ্গতনয়

টরেন্টো, ৬ অগাস্ট (হি.স.) : কানাডার রাষ্ট্রদূতের দায়িত্বভার নিলেন এক বঙ্গতনয়| শুধু তাই নয়, দু’দেশের বাণিজ্যের যাবতীয় গুরু দায়িত্বও তাঁরই কাঁধে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে| তিনি ভারতীয় বাংশোদ্ভূত কানাডার বাসিন্দা রানা সরকার| কানাডার সঙ্গে ভারতের ৱৈদেশিক সম্পর্কের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রানার| ২০০৯-১৩ সাল পর্যন্ত কানাডা-ভারত বাণিজ্য কাউন্সিলের তিনি সিইও পদে ছিলেন| এছাড়াও টরোন্টোতে কেপিএমজি নামে একটি বহুজাতিক সংস্থার শীর্ষ পদে দায়িত্বে তিনি ছিলেন|
বর্তমানে রানা সরকারকে সান ফ্রান্সিসকোয় কানাডার কনসাল জেনারেল হিসেৱে নিযুক্ত করা হয়েছে| সেই সঙ্গে আমেরিকা ও মেক্সিকোর সঙ্গে মুক্ত ৱাণিজ্যের জন্য তৈরি নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে তৈরি কার্যনির্ৱাহী দলের প্রধান পদের দায়িত্বও তাঁকেই দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে|