নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগষ্ট৷৷ শিক্ষাঙ্গনে সুস্থ ও সুন্দর পরিবেশ অক্ষুন্ন রাখতে সমাজ
কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বিজিতা নাথ ছাত্র-ছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ গতকাল ধর্মনগর সরকারী মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসবের উদ্বোধন করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী শ্রীমতি নাথ বলেন, দেশ আজ এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছে৷ শিক্ষার অঙ্গণকে কলুষিত করতে এক শ্রেণীর মানুষ বিভিন্ন স্থানে অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে৷ চক্রান্তকারীদের প্রতি সতর্ক নজর রাখতে হবে এবং আমাদের ঐতিহ্য নষ্ট হয় এমন চক্রান্ত প্রতিহত করতে হবে৷ তিনি বলেন উন্নয়নের প্রধান শর্তই হল শান্তি ও সম্প্রীতি৷ রাজ্যের সার্বিক উন্নয়নে স্বার্থে সর্বত্র শান্তি ও সম্প্রীতি সুদৃঢ় করতে তিনি আহ্বান জানান৷ সমাজ কল্যাণ মন্ত্রী শ্রীমতি নাথ বলেন, রাজ্য সরকার ধারাবাহিক ভাবে শিক্ষার পরিকাঠামোর উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ তিনি বলেন, কেন্দ্রীয় সরকার শিক্ষাখাতে যেখানে ২ থেকে ৩ শতাংশ অর্থ খরচ করছে সেখানে রাজ্য সরকার বজেটের ২০ থেকে ২২ শতাংশ অর্থ শিক্ষার জন্য খরচ করছে৷ এরই ফলে রাজ্যের শিক্ষার পরিকাঠামোর সম্প্রসারণ ঘটছে৷ এই সুযোগকে কাজে লাগাতে তিনি ছাত্র-ছাত্রীদের পরামর্শ দেন৷ ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এই নবীন বরণ উৎসবের আয়োজন করা হয়৷ এত মহাবিদ্যালয়ের নবীন ছাত্র-ছাত্রীরা সহ সকল অংশের ছাত্র-ছাত্রী শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷ অধ্যক্ষ ডশম্ভুনাথ রক্ষিত তার আলোচনায় ছাত্র-ছাত্রীদের ভাবভাবে পড়াশুনা করে নিজেদের পাশাপাশি কলেজের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান৷ এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক অজয় দে, বিশিষ্ট কবি জ্যোতির্ময় রায়, প্রাক্তন ছাত্র অর্জুন নাথ, কাজল আহমেদ, সরকারী মহাবিদ্যালয়ের ছাত্রসংসদের সাধারণ সম্পাদক সন্দীপ দে প্রমুখ৷ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করে৷
2017-08-05

