দেহরাদুন, ৪ আগস্ট (হি.স.): উত্তরাখণ্ডের কোটদ্বারে মেঘভাঙা বৃষ্টিতে মৃত্যু হল ৫ জনের| মৃতদের নাম হল, লক্ষ্য আরোরা, জ্যোতি আরোরা, শান্তি দেবী এবং অজিত কুমার| এক জনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শুক্রবার উত্তরাখণ্ডের কোটদ্বারে মেঘভাঙা বৃষ্টিপাত হয়| প্রবল বৃষ্টির কারণে একাধিক ঘরে জল ঢুকে যায়| জলের তোড়ে ভেসে যান বেশ কয়েকজন| ইতিমধ্যে উদ্ধারকার্য শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী| তবে প্রাণে বাঁচানো যায়নি পাঁচ জনকে|
অন্যদিকে, কোটদ্বারে সিলিন্ডার ফেটে আহত হলেন তিন জন| আহতদের নাম হল হরেন্দ্র ভাটিয়া (৪৮), রাহুল (১৯) এবং রেণু (৪২)| তাঁদের কোটদ্বারের হাসপাতালে ভর্তি করা হয়েছে|

