BRAKING NEWS

সর্বশিক্ষার শিক্ষকদের অনশন জারি, গণহারে অসুস্থ হচ্ছেন আন্দোলনকারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ সর্বশিক্ষা মিশনে নিয়োজিত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়মিতকরনের দাবীতে আমরন অনশনের ৩ দিন কেটে গিয়েছে৷ রাজ্যের ক্ষমতাসীন সরকার প্রবঞ্চনা করছে নিয়মিত করা নিয়ে৷ অমানবিক সরকার এবং প্রশাসনিক আমলারা কোন খোঁজ নেয়নি৷ বৃহস্পতিবার অনশন মঞ্চে আন্দোলনকারীদের সঙ্গে থাকার আশ্বাস দিতে গিয়ে সরকারের বিরুদ্ধে এমনভাবেই তোপ দেগেছেন যুব মোর্চার প্রদেশ সভাপতি টিঙ্কু রায়৷ পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীদের দাবীর যৌক্তিকতা স্বীকার করে নিয়ে সমর্থন জানিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় সরকার সর্বশিক্ষার জন্য নিয়মিত বেতনক্রম প্রদান করার পরেও দূর্নীতিগ্রস্থ সরকার নিয়মিত বেতন দিচ্ছেনা৷ আসাম সহ বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে সর্বশিক্ষার কর্মীদের নিয়মিত করা হয়েছে বলে আন্দোলনের ক্ষোভের আগুনে ঘৃতাহুতি দিয়েছেন টিঙ্কু বাবু৷ তবে, বিজেপি ক্ষমতায় আসলে সর্বশিক্ষার কর্মীদের নিয়মিত করতে প্রাধান্য দেওয়ার আশ্বাস দিয়েছেন৷ কেন্দ্রীয় প্রকল্পের নিয়োজিত কর্মীদের নিয়মিত করনের দাবীর সমর্থনে রাজনৈতিক দলগুলি লাভালাভে ব্যস্ত৷ কংগ্রেস ও বিজেপি সমর্থন করলেও শিক্ষামন্ত্রী অসামর্থ্যের কথা সাফ জানিয়ে দিয়েছেন৷ সর্বশিক্ষার কর্মীরা আমরণ অনশন মঞ্চে বসে এখনো সরকারী কোন প্রতিশ্রুতি না পেয়ে হতাশার মেঘে জড়িয়ে পড়ছেন৷
এদিকে, অনশনের তৃতীয় দিনে অনেকেরই শারীরিক অবস্থার অবনতি ঘটেছে৷ সন্ধ্যায় চিকিৎসকদের একটি টিম গিয়ে অনশনরত শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করেন৷ স্থানীয় প্রশাসনের আধিকারীকরাও ছিলেন৷ পরে চিকিৎসকরা জানিয়েছেন ২২ জনের অবস্থা খারাপ৷ তাদের দ্রুত হাসপাতালে স্থানান্তর প্রয়োজন৷ কিন্তু, তারা হাসপাতালে যাবার প্রস্তাব খারিজ করে দেন৷ তারা বলেছেন, নিয়মিতকরণের আশ্বাস না পেলে তারা এই স্থান ছাড়বেননা৷ প্রয়োজনে তারা পুটপাতেই মরতে প্রস্তুত৷ তাদের এই বক্তব্যের পর জটিলতা আর্য বেড়ে গিয়েছে৷ তাদের সাথে আলোচনার জন্য রাজ্য প্রশাসনের কেউই এখনও না আসায় আন্দোলনকারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে গিয়েছে৷ বর্তমানে ৪৮ জন সর্বশিক্ষার শিক্ষক আমরণ অনশনে রয়েছেন৷ যদিও রাজ্য সরকার গতকাল এক প্রেস নোটে জানায় নিয়মিতকরণ অসম্ভব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *