নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ হাজার হাজার মানুষের চোখের জলে শেষ বিদায় জানালেন বৃহস্পতিবার শিলচরবাসী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা ত্রিপুরার দু-বারের সাংসদ সন্তোষ মোহন দেবকে৷ সকাল ১০টায় নার্সিং হোস থেকে ভিটে মাটিতে গ্রামের বাড়ি পৌঁছতেই জনঢল নামে দলীয় অনুরাগীদের৷ সু-সজ্জিত ট্রাক নিয়ে সু-বিশাল মিছিল করে মরদেহ নিয়ে যায় কর্মীরা শিলচর জেলা কংগ্রেস অফিসে৷ দলীয় পতাকা এবং পুষ্প দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা৷ অন্তোষ্টি ক্রিয়ায় অংশ গ্রহন করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলের কংগ্রেসের পর্যবেক্ষক সি পি যোশী৷ ১৯৮৮ সালে ত্রিপুরা থেকে সাংসদ মনোনীত হয়েছিলেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী৷ শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে জনসমুদ্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় সন্তোষ দেব ক্রিকেট স্টেডিয়ামে৷ দলমত নির্বিশেষে বহু নেতা, কর্মী, শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানিয়েছেন স্টেডিয়ামে৷ শিলচর মহা শ্মশানে অন্তোষ্টি ক্রিয়ায় বিদেহী পরিবারের প্রতি সমবেদনা জানাতে দুপুরে ছুটে গিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী৷ প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী, কন্যাদের পাশে থেকে শেষকৃত্য শ্রদ্ধা জানিয়েছেন রাহুল গান্ধী৷ দেশের একজন কংগ্রেসের লড়াকু সৈনিক গত হওয়াতে দলের ক্ষতি হয়েছে বলে অভিমত পোষন করেছেন শ্রী গান্ধী৷ প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সাংসদ কন্যা সুস্থিতা দেবকে ও শান্তনা দিয়েছেন রাহুল গান্ধী৷