BRAKING NEWS

রেপো রেট কমানোর সিদ্ধান্ত আরবিআইয়ের

মুম্বই, ২ অগাষ্ট (হি.স.) : বুধৱার রেপো রেট কমানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাংক| ৱাজারের অৱস্থাকে মান্যতা দিয়ে রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলের নেতৃত্বাধীন ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমার পর ৬.২৫ শতাংশ থেকে এসে দাঁড়াল ৬ শতাংশে| এদিন কমিটির দু’মাস অন্তর আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করার বৈঠকে বসে| এর ফলে রেপো রেট গিয়ে আর রিভার্স রেপো রেট হচ্ছে ৫.৭৫ শতাংশ| এর আগে জুনে কমিটি তাদের আগের বৈঠকে রেপো রেট অপরিৱর্তিত রেখে ছিল ৬.২৫ শতাংশে|
প্রসঙ্গত, এর দু’দিন আগেই গত সোমৱার স্টেট ব্যাংক সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে সুদের হার ৪ শতাংশ থেকে .৫ শতাংশ কমিয়ে সাড়ে তিন শতাংশ করেছে| শুধুমাত্র এক কোটি টাকার বেশি সেভিংসে থাকলেও স্টেট ব্যাংক গ্রাহকদের ৪ শতাংশ সুদে দেবে বলে ওইদিন ব্যাংক জানায়| স্টেট ৱ্যাংকের সুদ কমানোর দু’দিন পর রেপে রেট কমানোর সিদ্ধান্তের ফলে আগামীদিনে অন্যান্য ব্যাংকও সুদের হার আরও কমাৱে বলেই আশা করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *