পুনর্বাসনের দাবিতে রাজ্য সরকারকে হুশিয়ারী উদ্বাস্তু উন্নয়ন কমিটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই৷৷ তিন দফা দাবিতে বৃহত্তর আন্দোলন কর্মসূচীর ঘোষণা দিয়েছে পশ্চিম জেলা ও সিপাহী জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷ বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে সাড়াশি আক্রমন করেন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর৷ তাঁর অভিযোগ, গত ১৭ বছরে রাজ্য সরকার উদ্বাস্তুদের দেওয়া প্রতিশ্রুতি কোনটাই রক্ষা করেনি৷ উগ্রপন্থী হামলায় যাঁরা ঘরবাড়ি ছাড়া হয়েছেন, তাঁদের পুনর্বাসনের উদ্যোগ নেয়নি রাজ্য সরকার৷ তবে, আত্মসমর্পণকারী বৈরীদের পুনর্বাসন দিয়েছে রাজ্য সরকার৷ ৯ আগষ্ট মুক্তধারায় উদ্বাস্তু উন্নয়ন কমিটির তৃতীয় সম্মেলন থেকে রাজ্য সরকারকে চরম সময়সীমা বেঁধে দিয়ে মহাকরণ ঘেরাও করার হুমকি দিয়েছেন তিনি৷
উগ্রপন্থী হামলায় উদ্বাস্তুদের সরকারীভাবে উদ্বাস্তু স্বীকৃতি প্রদান, তাঁদের সুষ্ঠ পুনর্বাসন প্রদান এবং এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি৷ রাজ্য সরকার পুনর্বাসনের ক্ষেত্রেও সংকীর্ণ রাজনীতির আশ্রয় নিয়েছে বলে তাঁর অভিযোগ৷ গত ২৫ বছর ধরে একচেটিয়া ক্ষমতায় বামফ্রন্ট৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার উদ্বাস্তুদের পুনর্বাসনের ক্ষেত্রে সম্পূর্ণ উদাসীন বলে তিনি তোপ দাগেন৷ তাঁর বক্তব্য, একটি নির্বাচিত সরকার কতটা অমানবিক হতে পারে তার জ্বলজ্যান্ত দৃষ্টান্ত হচ্ছে বামফ্রন্ট সরকার৷ তিনি বলেন, রাজ্যে আফস্পা উঠে গেছে৷ বৈরী তৎপরতাও নেই৷ তারপরও কয়েক হাজার উদ্বাস্তু এখনো শরণার্থীর মতো জীবনযাপন করছেন৷ তাই, এই হটকারী সরকারের বিরুদ্ধে উদ্বাস্তু উন্নয়ন কমিটি গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷