নোট বাতিল ঃ ফুরোলো ৫০ দিন, আজ ফের জাতীর উদ্দেশ্যে ভাষণ প্রধানমন্ত্রীর

pm-narendra-modiনয়াদিল্লি, ৩০ ডিসেম্বর৷৷ ফুরোলো ৫০ দিন৷ নোট বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর কাছে ৫০ দিন সময় চেয়ে ধৈর্য্য ধরতে বলেছিলেন৷ শুক্রবার ৩০ ডিসেম্বর সেই সময়সীমা সমাপ্ত হয়েছে৷ গত ৮ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দুর্নীতি দমন, কালো টাকা রোধ এবং সন্ত্রাসবাদ নির্মূলে নোট বাতিলের পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন৷ বাতিল হয়েছিল পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট৷ এই ৫০ দিনে নোট বাতিলের জেরে দেশজুড়ে তুলকালাম কান্ড বেঁধে যায়৷ বিরোধী দল প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতায় দেশজুড়ে গণআন্দোলন শুরু করে৷ অচল করে দেওয়া হয় সংসদের শীতকালীন অধিবেশন৷ বিরোধীদের দাবি, নোট বাতিলের সিদ্ধান্তে দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা কায়েম হয়েছে৷ অন্যদিকে, প্রধানমন্ত্রী এই ৫০ দিনে বারে বারে দাবি করেছেন, দেশবাসীর নোট বাতিলের সুফল মিলবে৷
নতুন বছরের প্রাক্ সন্ধ্যায় শনিবার ৩১ ডিসেম্বর পুনরায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এর জন্য বিরাট আয়োজনও করা হয়েছে৷ প্রত্যেক দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে৷ দুর্গম এলাকাতেও যাতে প্রধানমন্ত্রীর বাণী পৌঁছায় সে দিকেও খেয়াল রাখা হয়েছে৷ তবে, শনিবার প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য রাখবেন সেদিকে অধীর আগ্রহে অপেক্ষায় গোটা দেশ৷ এই ৫০ দিনে কি পরিমাণ কালো টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে, এমনকি কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের জেরে সাফল্য কতটা হাতে এসেছে সেই তথ্য প্রধানমন্ত্রী তুলে ধরবেন কিনা তাই এখন দেখার বিষয়৷ দেশবাসী এই ৫০ দিনে নানান সমস্যা সত্ত্বেও ধৈর্য্য ধরে যে অপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী আগামীকাল কোন দিশা দেখাবেন এনিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়ে গেছে৷ এই ৫০ দিনে আরবিআই বহুবার নিয়মনীতি বদলেছে৷ নগদ টাকার আকাল এখনো দেশের বিভিন্ন জায়গায় রয়েছে৷ ফলে, আগামীকাল প্রধানমন্ত্রী নতুন করে কোন নিয়ম আনতে চলেছেন কিনা সেবিষয়টিও ভাবাচ্ছে৷ যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নোট বাতিলের মত সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন আদৌ তা সফল কিনা শনিবার জাতির উদ্দেশ্যে রাখা ভাষণে অনেকটাই পরিষ্কার হবে বলে ধারণা করা যাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *