রেশম বাগানে বিজেপির অফিস ভেঙ্গে ফেলায় উত্তেজনা

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ রেশম বাগান এলাকায় বিজেপির একটি অস্থায়ী অফিস ভেঙ্গে ঘুরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ আগামী ১০ জানুয়ারি বিজেপির ঐ অস্থায়ী অফিস ঘরে শহীদ বীর জওয়ান শম্ভু সাতমুড়া ও চিত্তরঞ্জন দেববর্মার স্মৃতিচারণ করার কথা ছিল৷ বিজেপির অস্থায়ী অফিসটি ভেঙ্গে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছিল পুর নিগম৷ বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল ১০ জানুয়ারির পর অস্থায়ী অফিসটি তারা নিজেরাই ভেঙ্গে সরিয়ে নিয়ে যাবেন৷ সে অনুযায়ী পুর নিগমের তরফ থেকে অস্থায়ী অফিসঘরটি ভাঙ্গা হয়নি৷ গতকাল রাতে কে বা কারা অফিস ঘরটি ভেঙ্গে ঘুরিয়ে দিয়েছে৷ বিজেপির অভিযোগ, শাসক দলই এই ঘটনায় জড়িত৷ অভিযুক্তদের খঁুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *