নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ মাধ্যমিক টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় ছাত্রছাত্রীরা শংকরাচার্য সুকলে তালা ঝুলিয়ে দিয়েছে৷ ফলাফল ঘোষণার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ সে কারণেই অনুত্তীর্ণ ছাত্ররা সুকলে তালা ঝুলিয়ে দিয়েছে৷ এদিকে, এবিষয়ে জানতে চাওয়া হলে সুকল কর্তৃপক্ষ এধরনের অভিযোগ অস্বীকার করেছেন৷ টেস্ট পরীক্ষার ফল ঘোষণাকে কেন্দ্র করে রাজ্যের আরো কয়েকটি স্কুল থেকে এধরনের অভিযোগ মিলেছে৷ রাজ্যে শিক্ষার পরিবেশ যে ক্রমেই কলুষিত হচ্ছে এসব ঘটনার মধ্যে দিয়ে তারই প্রমাণ পাওয়া গেছে৷
2016-12-31