নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ ছাত্র সংগঠন এসএফআই’র ৪৭ তম প্রতিষ্ঠা দিবস আজ রাজ্যেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে৷ এউপলক্ষ্যে মূল অনুষ্ঠানটি হয় প্যারাডাইস চৌমুহনীতে৷ এখানে সংগঠনের পতাকা উত্তোলন ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়৷ সংগঠনের রাজ্য নেতৃবৃন্দ প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ রাজ্যের অন্যান্য স্থান থেকেও এসএফআই’র প্রতিষ্ঠা দিবস পালনের খবর মিলেছে৷ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন স্থানে নানা সামাজিক কর্মকান্ডও সংগঠিত করা হয়৷ এর মধ্যে রয়েছে রক্তদান শিবির, ফল মিষ্টি বিতরণ ইত্যাদি৷ এধরনের ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে৷
2016-12-31