যৌন নির্যাতন মামলায় অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তারের দাবীতে থানা ঘেরাও যুব তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ চন্দ্রপুরের শ্রীলংকা বস্তিতে বৈমাত্রেয় বোনের শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত ভাইকে অবিলম্বে  গ্রেপ্তারের দাবিতে আজ পূর্ব মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন করে যুব তৃণমূল কংগ্রেস৷ এর আগে এক মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিল শেষে পূর্ব মহিলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ যুব তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ অভিযোগ করেন অভিযোগ জানানোর ৭২ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও  মহিলা থানার পুলিশ অভিযুক্ত হানিফ মিয়াকে গ্রেপ্তার করেনি৷ শাসক দলের শিক্ষক নেতা হানিফ মিয়াকে বাঁচাতে শাসক দল কোমর বেঁধে ময়দানে নেমেছে বলে তারা অভিযোগ করেন৷ তৃণমূল কংগ্রেসের নেত্রী প্রাক্তন কাউন্সিলার পান্না দেব পূর্ব মহিলা থানায় ঐদিনের ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে এলে শাসক দলের প্রমীলা বাহিনীর হেনস্থার শিকার হতে  হয় মহিলা নেত্রীকে৷ এধরনের ঘটনারও তীব্র নিন্দা জানানো হয়েছে৷ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরী বলেন, ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে থানায় ডেপুটেশন দেওয়া হয়েছিল৷ সময়সীমা অনেক আগেই অতিক্রান্ত হয়ে গেছে৷ কিন্তু  অভিযুক্তকে আটক করেনি পুলিশ৷ স্বাভাবিক কারণেই যুব তৃণমূল বৃহত্তর আন্দোলনের পথে এগোবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *