আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ জানুয়ারির পিলাক পর্যটন উৎসব নিয়ে প্রশাসনিক স্তরে বৈঠক৷ বুধবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি পিলাক টুরিস্ট লজে এই বৈঠক সংঘটিত হয়৷ আগামী ২১ জানুয়ারী ২০১৭ থেকে ২৩ জানুয়ারি পর্যান্ত চলবে এই পর্যটন উৎসব৷ বুধবার এই পর্যালোচনায় উপস্থিত ছিলেন দক্ষিন জেলার সভাধিপতি হিমাংশু রায়, বিধায়ক যশবীর ত্রিপুরা, শান্তিরবাজার মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা শাসক তথা বগাফা ব্লকের বিডিও প্রদীপ সরকার, ডিসি সরুপ কুমার পাল, সৈকত সাহা সহ অন্যান্য অতিথি বৃন্দরা৷ অনুষ্ঠানের গত বছরের হিসাব নিকাশ পেশ করা হয়৷ সভাধিপতি জানান গতবার ১২টি সরকারী স্টল হয়েছিল এবার ১৬টি হবে আগের বারের থেকে ৪টি বেশি৷
2016-12-29