টেক্সাস, ২৯ ডিসেম্বর (হি.স.) : টেক্সাসে সামরিকবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দুই মার্কিন সেনা| স্থানীয় সময় ৱুধবার আমেরিকার টেক্সাস শহরের গালভেস্টন উপসাগরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে দুই সৈন্য নিহত হন| খবরে বলা হয়, সামরিক গ্রেডের অ্যাপাচি হেলিকপ্টারটি উপসাগরের একটি বন্দরের কাছে জারডিন সমুদ্র সৈকতে বিধ্বস্ত হয়| তবে প্রাথমিকভাবে হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানা যায়নি| বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে উদ্ধারকর্মীরা|-
2016-12-29