গাছ থেকে পডে সুকলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ গাছ থেকে নারিকেল পেরে খাওয়া হল না বিশালের৷ বিশাল নবম শ্রেণীর ছাত্র৷ তার বাড়ি এয়ারপোর্ট থানা এলাকার দুর্জয়নগরে৷ পরীক্ষার পর ছুটির আমেজেই গত কদিন ধরে দিন কাটছিল৷ বুধবার নিজ বাড়িতেই নারিকেল গাছে উঠে নারিকেল পাড়ার জন্য৷ হঠাৎ নারিকেল গাছ থেকে নিচে পড়ে যায় বিশাল দেবনাথ নামে ঐ কিশোর৷ তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ জিবি হাসপাতালে নিয়েআসার কিছুক্ষণের মধ্যেই তার জীবনদীপ নিভে যায়৷ তার মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে  পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *