হানিফ ইস্যুতে শাসক দল গেল ব্যাকফুটেই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ বোনকে যৌন নির্যাতনের মামলায় অভিযুক্ত শাসক দলীয় শিক্ষক নেতা হানিফ মিয়াকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সর্মিষ্ঠা চক্রবর্তী সহ পদস্থ আধিকারীকরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে৷ জানা গিয়েছে অভিযুক্ত হানিফ মিয়া পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ পুলিশের উপর মহলেও রাজনৈতিক চাপ অনেকটা কমে এসেছে এই হানিফ ইস্যুতে৷ যদিও সোমবার হানিফের বিরুদ্ধে আনিত অভিযোগের বিরোধীতা করে পূর্ব আগরতলা মহিলা থানা ঘেরাও করেছিল শহরতলীর শ্রীলঙ্কাবস্তি এলাকার নারী পুরুষ৷ এদিকে জানা গিয়েছে, শাসক দলের ঐ শিক্ষাক নেতার যৌন নির্যাতনের ঘটনায় বেকায়দায় রয়েছে সিপিএম৷ তাই এই বিষয়ে মৌন ব্রত পালন করার পথেই হাটছে দল৷ কারণ, জয়কিশোর জমাতিয়ার, পর মৃন্ময় সেন৷ তারপর হানিফ মিয়ার এই যৌন নির্যাতনের ঘটনায় সিপিএমের রাজ্য নেতৃত্বের মধ্যে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *