চেন্নাই, ২৮ ডিসেম্বর (হি.স.): জয়ললিতার মৃতু্যর পর থেকে ক্রমশ প্রকাশ্যে আসছে এআইএডিএমকের দলীয় অন্তর্কলহের ছবি| ৱুধবার সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিতে গিয়ে মার খেলেন বহিষ্কৃত সাংসদ তথা জয়ললিতার ঘনিষ্ঠ শশীকলা পুষ্পার স্বামী লিঙ্গেশ্বর থিলাঙ্গন|
এদিন দলের সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য বৈঠকে বসছে এআইএডিএমকে| শশীকলা পুষ্পা তাঁর স্বামী লিঙ্গেশ্বর থিলাঙ্গন এবং তাঁর আইনজীবীদের নিয়ে মনোনয়ন জমা দিতে যান সেখানে | আইনজীবীদের মধ্যে একজন জয়ললিতার স্বাস্থ্য নিয়ে তদন্তের দাবি করেছিলেন| জয়ললিতা ঘনিষ্ঠ নেত্রী শশীকলা নটরাজন নাকি ওই পদকে আঁকড়ে দলের কর্তৃত্ব বজায় রাখতে চাইছেন| আর ডিএমকের মদতে সেই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন শশীকলা পুষ্পা| এরপরই বচসা শুরু হয়| যা পৌঁছায় হাতাহাতিতে|
এই ঘনটায় এআইডিএমকে সদর দফতরের বাইরে প্রবল বিক্ষোভ দেখান লিঙ্গেশ্বরের সমর্থকরা| চাপে পড়ে শেষপর্যন্ত এডিএমকের পক্ষে সি আর সরস্বতী বলেছেন, পুষ্পা দলীয় সংগঠনের কেউ নন| তিনি কী করে দলের সদর দফতরে গিয়ে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দিতে যান|
পরিস্থিতি যাই হোক, জললিতার প্রয়ানের পর প্রতিদিনই পিছিয়ে পড়ছে এডিএমকে|-