নয়াদিল্লি, ২৮ ডিসেম্বর (হি.স.): প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রাহুল গান্ধীর বাক্যবাণ অব্যাহত| ৱুধবার জাতীয় কংগ্রেস-এর ১৩২ তম প্রতিষ্ঠা দিবস, এদিনও রাহুল গান্ধীর ভাষণের সিংহভাগেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত লাগাতার প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী|
ভাষণের শুরুতেই রাহুল বলেন, ‘কংগ্রেস সাধারণ মানুষের কথা শোনে, সকলের কথা শোনে, কংগ্রেসই দেশের স্বাধীনতার অর্থ প্রথম শিখিয়েছিল|’ এভাবে ভাষণা শুরু করলেও, শেষ পর্যন্ত রাহুল চলে যান নোট বাতিল ইসু্যতে| সরকারি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘দেশের এক শতাংশ মানুষের লাভের জন্য নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মোদী| এই মতকে কখনই সমর্থণ করা যায় না|’
প্রতিষ্ঠা দিবসে গোটা দেশের কংগ্রেস কর্মীদের প্রতি রাহুলের বার্তা, ‘সাধারণ মানুষের কাছে কর্মীদেরই মোদীর আসল উদ্দেশ্য পরিষ্কার করে দিতে হবে| কালো টাকা উদ্ধার করা নয়, ধনীর উদরপূর্তির জন্যই যে মোদী এই সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ৱুঝিয়ে বলতে হবে|’
2016-12-28