কল্যাণপুরে সাত জুয়ারি গ্রেপ্তার , উদ্ধার জুয়ার সাজ সরঞ্জাম

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭ ডিসেম্বর৷৷ কল্যাণপুর থানার পুলিশের খানিকটা সাফল্য৷ জোয়ার ঝান্ডা মুন্ডার সামগ্রী সহ সঞ্জিত দেববর্মা নামে এক যুবক পুলিশের জালে আটক৷ গোপন খবরের সূত্র ধরে সোমবার রাত্রি ৭টায় আর এস পাড়া এডিসি ভিলেজের গগন চৌধুরী পাড়া থেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন কল্যাণপুর থানায়৷ তবে সঙ্গে থাকা আরো অন্যান্য যুবকরা পালিয়ে যায়৷ পুরো জোয়ার সামগ্রী পুলিশ  আটক করেছে৷  অভিযানে কল্যাণপুর থানা এলাকার মানুষেরা খুশি৷ শুধু এই জায়গাই নয় কল্যাণপুর থানার এলাকার রিপন দেববর্মা দোকানে জোয়ার আসর, গৌরাঙ্গটিলা বাজারের তিরের আসর, শান্তিনগর, রতিয়া গ্রামে মদের আসর, দাওছড়া মদের আসর, কল্যাণপুর, মোহরছড়াতে তিরের বড় ব্যবসায়ীদের তান্ডবে সর্বশান্ত যুবকেরা৷ পুলিশের কাছে সব রিপোর্ট থাকলেও কাউকেই টিকির নাগাল  পাচ্ছে না৷ কারণ নিয়ে ধোঁয়াশা থানা এলাকার বুদ্ধিজীবী মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *