হিমাচলের মান্ডিতে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৩.২

শিমলা, ২৭ ডিসেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশের মান্ডি| রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.২| ভূকম্পনের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| আবহবিজ্ঞানীরা জানিয়েছে, মঙ্গলবার ভোর ৩.৫৭ মিনিট নাগাদ ৩.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশের মান্ডিতে| কাকভোরে কম্পন টের পাওয়া মাত্রই বহু মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে পড়েন|