মুজাফফরনগর, ২৭ ডিসেম্বর (হি.স.): উত্তরপ্রদেশের মুজাফফরনগরে হাইওয়েতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি| মৃতদের নাম দেবেন্দ্র কুমার (৩০) এবং প্রবীণ কুমার| তাঁরা একটি সুগার মিলের কর্মী| সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পাউরি-দিল্লি জাতীয় সড়কে রামরাজ গ্রামের কাছে| এসপি (রুরাল) বীনিত ভটনগর বলেছেন, সোমবার রাতে পাউরি-দিল্লি জাতীয় সড়কে রামরাজ গ্রামের কাছে একটি বাইকে সজোরে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি| দুর্ঘটনায় মৃতু্য হয়েছে বাইক আরোহী দুই ব্যক্তির| এরপর সুযোগ ৱুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাড়ির চালক| ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ|
2016-12-27

