ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ও টি-২০ ম্যাচের আগে চোট-আঘাতে ভারতীয় শিবির

মুম্বই, ২৭ ডিসেম্বর (হি.স.) : এবার অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও জয়ন্ত যাদবের পর অক্ষর প্যাটেলও ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ও তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলতে পারবেন না বলে জানা গিয়েছে| সিরিজের খেলা হবে ১৫ জানুয়ারি| পুণেতে প্রথম ওয়ানডে ম্যাচে নামবে ধোনির ভারত| কিন্তু এই মুহূর্তে ভারতীয় দলের স্পিনিং স্কোয়াড তৈরি করতেই হিমশিম খাচ্ছেন মাহি| অক্ষর প্যাটেল হাতের ৱুড়ো আঙুলে চোট পেয়ে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের শেষ ম্যাচে জয়ন্ত যাদবের পরিবর্তে মাঠে নেমেছিলেন প্যাটেল| ক্যাচ লুফতে গিয়ে আঙুলে চোট লিগামেন্ট ছিঁড়েই গিয়েছে| এজন্য ওয়ানডে ও টি-২০ সিরিজে অনিশ্চিত ধোনির নির্ভরযোগ্য অলরাউন্ডার স্পিনার| নির্বাচকদের সামনে আর কয়েকটা নামই পড়ে রয়েছে| প্রথমেই থাকবেন অমিত মিশ্র| এরপরেই আসবেন উত্তরপ্রদেশের চায়নাম্যান কুলদীপ যাদব| ভারতীয় দলে চোটের তালিকায় রয়েছেন মহম্মদ শামি (হাঁটু), রোহিত শর্মা (থাই), হার্দিক পাণ্ডিয়া (কাঁধ) ও অজিঙ্ক রাহানে (আঙুল)| এখন দেখার শেষ পর‌্যন্ত ধোনির এক্ষেত্রে আশিস নেহরার দলে ফেরার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *