পৃথক স্থানে যান সন্ত্রাসে এক বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম তিনজন

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা/বক্সনগর/তেলিয়ামুড়া,২৬ ডিসেম্বর৷৷ আগরতলা শহরের দুর্গাবাড়ি পাম্প সংলগ্ণ এলাকায় আজ দুপুর নাগাদ একটি দ্রুতগামী মারুতি গাড়ি এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটো রিক্সাকে ধাক্কা দেয়৷ শুধু তাই নয়, রাস্তার পাশে কয়েকটি ফুটপাতের দোকানও ভেঙ্গে ঘুরিয়ে দেয়৷ চারজন অল্পবিস্তর আহত হন৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসে৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ সেখান থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় গাড়ি ফেলে চালক পালিয়ে যায়৷ পূর্ব থানায় একটি মামলা গৃহীত হয়েছে৷
এদিকে, উষাবাজারের ছিনাইহানি এলাকায় বাইক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ মৃত যুবকের নাম বান্টি দেবনাথ৷ বাড়ি শালবাগান এলাকায়৷ গতকাল রাতে ক্রিস্টমার্স ডে উপলক্ষ্যে আনন্দ উপভোগ করতে বাইক নিয়ে ফটিকছড়া গিয়েছিল৷ সেখান থেকে রাতে দ্রুতবেগে আসার সময় উষাবাজারের ছিনাইহানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাড়ির বাউন্ডারি ওয়ালে ধাক্কা দেয়৷ তাতে ছিটকে পড়ে গুরুতর ভাবে জখম হয় বান্টি দেবনাথ নামে ঐ যুবক৷ স্থানীয় লোকজনরা খবর দেন দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী ছুটে গিয়ে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ তার মৃত্যুর সংবাদ শালবাগান এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷
অন্যদিকে, আজ সকাল ৮১০ মিনিটে উত্তর কলমচৌড়া জুমের টিলায় একটি ২২০ সিসি পালসার বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়৷ বাইক চালক লিটন মিয়ার বাড়ি উত্তর কলমচৌড়া ১নং ওয়ার্ডে৷ পশ্চিম কলমচৌড়া থেকে সে দ্রুতগতিতে বাইক চালিয়ে আসার পথে থানারমুড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের একটু সামনে থেকে আউট লাইন হয়ে রাস্তার পিলার ভেঙ্গে দেওয়ান মিয়ার ঘরে পেছনে পড়ে যায়৷ এমন সময় শাহাজান মিয়ার স্ত্রী ও পাড়ার লোকজন এসে তাকে ওঠিয়ে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠান৷ অল্পতে সে প্রাণে বাঁচে৷ বেপরোয়া গতিরে ফলেই এই দুর্ঘটনাটি ঘটে৷ বাইকের নম্বর টিআর-০১-ইউ-৭৮৯৬৷
আরও একটি দূর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুইজন বাইক চালক৷ সংবাদে প্রকাশ কল্যাণপুর থানা এলাকার খোয়াই তেলিয়ামুড়া সড়কের গৌরঙ্গটিলা আমতলি রাস্তায় দুটি বাইকের মুখোমুখী সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন দুই বাইকের চালকই৷ আহত অবস্থায় তাদের খোয়াই হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনাস্থলে ছুটে যায় কল্যাণপুর থানার পুলিশ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, দুটি বাইকই অতিরিক্ত গতিবেগে ছুটছিল৷ বাইক দুটির নম্বর হচ্ছে টিআর-০১- এইচ ৬৯০৫ ও টিআর-০১-এন-৭২১০৷ দুটি বাইকই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ৷ আহতদের নাম জানা যায়নি৷ আহতদের একজন পশ্চিম কুঞ্জবন পঞ্চায়েতের সচিব৷