রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

mithun-chakrabortyনয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী| স্বাস্থ্যের কারণ দেখিয়ে সোমবার তিনি এই ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে| সারদা আর্থিক কেলেঙ্কারিতে তাঁর নাম জ়ডানো পর থেকেই তিনি সংসদে যাওয়া কমিয়ে দিয়েছিলেন| পাশাপাশি সম্প্রতি তাঁর শারীরিক অসুস্থতার কারণে সাংসদ পদ থেকে অব্যাহতি চেয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইচ্ছার কথা জানান| কিন্তু দলের পক্ষ থেকে এব্যাপারে সৱুজ সংকেত না মেলায় তিনি ইস্তফা দিতে পারছিলেন না| অবশেষে মেয়াদ শেষ হওয়ার তিন বছর আগে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিঠুন চক্রবর্তী| যদিও তিনি বলেন, দলের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন| উল্লেখ্য, সাংসদ হওয়ার পর মাত্র তিনদিন তিনি রাজ্যসভায় হাজির হয়েছিলেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *