নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ডিসেম্বর৷৷ বৈমাত্রেয় বোনকে ধর্ষণ ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে শাসক দলের এক শিক্ষক নেতার বিরুদ্ধে৷ অভিযুক্তের নাম হানিফ মিয়া৷ মেয়েটি কলেজ পড়ুয়া ছাত্রী৷ ঘটনাটি ঘটেছে রাজধানী আগরতলা শহর এলাকার দক্ষিণ চন্দ্রপুরের শ্রীলঙ্কাবস্তীতে৷ বেশকিছুদিন ধরেই বৈমাত্রেয় বোনকে যৌন নির্যাতন চালিয়ে আসছিল হানিফ মিয়া নামে শাসক দলের তকমাধারী ওই শিক্ষক নেতা৷ সে সর্বশিক্ষায় কর্মরত৷ দলীয় বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা যায়৷ শাসক দলের দোহাই দিয়ে এ ধরনের আরও কুকর্ম সংঘটিত করেছে বলে অভিযোগ৷ তারই বৈমাত্রেয় বোন রবিবার আগরতলা পূর্ব মহিলা থানায় এসে গুণধর শিক্ষক ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে৷
কলেজ পড়ুয়া ওই ছাত্রীটির অভিযোগ তাকে দীর্ঘদিন ধরেই যৌন নির্যাতন চালিয়ে আসছিল হানিফ মিয়া৷ বিষয়টি তার মাও জানতেন৷ কলঙ্কিত হওয়ার আশঙ্কায় এ বিষয়ে মুখ না খুলতে বলা হয়েছিল৷ কিন্তু নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত কলেজ পড়ুয়া ওই ছাত্রীটি পুলিশের দ্বারস্থ হয়৷ পূর্ব মহিলা থানার পুলিশ ৩৫৪/৫০৬ ধারায় মামলা গ্রহণ করেছে৷ আশ্চর্যের বিষয় হল, অভিযুক্ত শিক্ষক নেতাকে গ্রেপ্তার করেনি পুলিশ৷ এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় আগরতলা পূর্ব মহিলা থানায় প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ মহিলা থানার ওসি সীমা বিশ্বাসের সঙ্গে সাক্ষাৎ করে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে দাবি জানানো হয়েছে৷ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুশান্ত চৌধুরি অভিযোগ করেন, রাজ্যে নারী নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনা ক্রমশই বেড়ে চলেছে৷ প্রশাসন এসব ক্ষেত্রে ঠঁুঠো জগন্নাথের ভূমিকা পালন করে চলেছে৷ ২৪ ঘন্টার সময়সীমা বেধে দিয়ে অবিযুক্ত শিক্ষক নেতাকে গ্রেফতারের জোড়ালো দাবি জানিয়েছে যুব তৃণমূল কংগ্রেস৷ অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকিও দেওয়া হয়েছে৷ প্রসঙ্গত, পারিবারিক চৌহদ্দির মধ্যে এই ধরনের ঘৃণ্য কান্ডকীর্তিতে শুভবুদ্ধি সম্পন্ন জনগণের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে৷ মানবিক মূল্যবোধের যে ঘাটতি রয়েছে তা সমাজে প্রতিফলিত হচ্ছে বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷
2016-12-26