ভুবনেশ্বর, ২৬ ডিসেম্বর (হি.স.): ডিআরডিও-র মুকুটে নতুন পালক| সোমবার ওডিশার কালাম দ্বীপ থেকে উত্ক্ষেপণ করা হল পরমাণু বহনে সক্ষম সবচেয়ে দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ‘অগ্নি-৫’-এর| ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) সূত্রের খবর, ‘অগ্নি’ পরিবারের মধ্যে এই ক্ষেপনাস্ত্রটি সবচেয়ে অত্যাধুনিক এবং মারণ ক্ষমতা অনেক বেশি| অগ্নি-৫-এর লক্ষ্যমাত্র হল ৫৫০০-৫৮০০ কিলোমিটার| শুধু তাই নয়, ১৭ দৈর্ঘ্য বিশিষ্ট এবং ৫০ টনের এই ক্ষেপনাস্ত্রটি ১৫০০ কেজি ওভারহেড বহন করতে পারে|