নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৫ ডিসেম্বর৷৷ সন্ধ্যারাতে পিস্তল উঁচিয়ে হত্যার চেষ্টা৷ সেই সঙ্গে ছুরি চালিয়ে তিনজনকে জখম করার ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগরের দেবীপুরের উত্তর তেনানীয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ পুলিশ ও বিএসএফ জওয়ানদের তৎপরতায় প্রাণে বেঁচে গেলেন তিনজন৷ একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে গুলিভর্তি পিস্তল সহ ঐ মাফিয়াকে৷
সংবাদে প্রকাশ, কমলাসাগরের দেবীপুরের কুখ্যাত মাফিয়া দীপঙ্কর সেন দীর্ঘদিন ধরেই নানাহ অপরাধের সাথে যুক্ত৷ তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে৷ বশে কয়েকবার হাজবাসও করে এসেছে৷ তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেবীপুর রবারবোর্ডে হামলা ও এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার অভিযোগে৷ মাফিয়া দীপঙ্কর আগ্ণেয়াস্ত্র উঁচিয়ে এলাকার প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে তোল্লা আদায়ও করে৷ তার সাথে রয়েছে আরও কয়েকজন সাকরেদ৷
জানা গিয়েছে, কোন একটি বিষয় নিয়ে দীপঙ্কর সেনের সাথে বিবাদে লিপ্ত হয় প্রতিবেশী মাধব দেবনাথ, যাদব দেবনাথ এবং দুলাল দেবনাথ৷ তারা একই পরিবারের সদস্য৷ রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই বিবাদের ঘটনা৷ বিবাদের মধ্যেই ছুরি নিয়ে মাফিয়া দীপঙ্কর সেন ঐ তিন ব্যক্তির উপর এলোপাথারি আঘাত করতে থাকে৷ তাতে তিনজনই রক্তাক্ত হন৷ তাদের চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসলে পরিস্থিতি বেগতিক দেখে মাফিয়া দীপঙ্কর সেন কোমড়ে গুঁজে রাখা গুলিভর্তি পিস্তল বের করে ফায়ার করার উদ্যোগ নেয়৷ ততক্ষণে স্থানীয় জনগণ দেবীপুর থানা ও পাশের বিএসএফ ক্যাম্পে খবর দেয়৷ পুলিশ ও বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যায়৷ সেখান থেকে গুলিভর্তি পিস্তল ও ছুরি সহ মাফিয়া দীপঙ্কর সেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ৷ তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ এদিকে, আহত তিনজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ৷ স্থানীয় জনগণ এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত৷ এলাকাবাসীর তরফ থেকে পুলিশের কাছে জোড়ালো দাবী জানানো হয়েছে মাফিয়া দীপঙ্কর সেনের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য৷ অন্যদিকে, স্থানীয় জনগণ ঐ মাফিয়ার পরিবারকে এলাকাছাড়া করার জন্য পরিকল্পনা নিচ্ছে৷ বাড়ি ঘরে হামলা হুজ্জতি চালাতে পারে এই আশঙ্কায় পুলিশ ঐ এলাকায় টহল দিচ্ছে বলে খবর মিলেছে৷
প্রসঙ্গত, কয়েকদিন পূর্বে রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুরের মসজিদ রোডে প্রকাশ্যে ব্যবসায়ীর কাছ থেকে তোল্লা আদায় করতে যায় মাফিয়া৷ পিস্তুল উঁচিয়ে প্রাণ নাশের হুমকিও দেয়া হয়৷ পরে স্থানীয় জনগণ ঐ মাফিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়৷ রাজ্যে মাফিয়া দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় জনমণ উদ্বিগ্ণ৷
2016-12-26