গুয়াহাটি, ২৫ ডিসেম্বর, (হি.স.) : এক দিবসীয় সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সোমবার গুয়াহাটি আসবেন। এদিন শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে অনুষ্ঠেয় বিজেপি-র দলীয় এক বিশেষ সভায় অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রাজ্য সরকারের সঙ্গে এক বৈঠকেও বসবেন রাজনাথ। তাছাড়া রাজ্যে চলমান জাতীয় নাগরিকপঞ্জি নবায়ন প্রক্রিয়া সম্পর্কেও এক আলোচনাসভায় বসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।এদিন গুয়াহাটি থেকে প্রকাশিত ‘সাদিন’ ‘প্রতিদিন’ গোষ্ঠী আয়োজিত ‘অ্যাচিভার অ্যাওয়ার্ড-২০১৬’ শীর্ষক এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও কেন্দ্রীয় মন্ত্রীর অংশগ্রহণ করার কথা রয়েছে বলে এক বিশেষ সূত্রের খবরে প্রকাশ।-
2016-12-25