নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.) : সাধারণ মানুষকে বোকা বানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল আম আদমি পার্টি । এমনই অভিযোগ করলেন আন্না হাজারে । আম আদমি পার্টিকে চিঠি দিয়ে বর্ষীয়ান সমাজকর্মী আন্না হাজারের অভিযোগ আম আদমির পক্ষ থেকে কেজরিওয়াল জানিয়েছিলেন, দলের যাবতীয় অনুদানের হিসেব দিল্লির প্রত্যেকটি মানুষ জানতে পারবেন। কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করেননি দিল্লির মুখ্যমন্ত্রী ।তাঁর দল ক্ষমতায় আসার পর অনুদানের নথি ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছিল। কিন্তু গত জুন মাসেই ওয়েবসাইট থেকে তা সরিয়ে ফেলা হয়েছে। আন্না হাজারের দাবি, মানুষকে কথা দিয়েও কথা রাখলেন না কেজরিওয়াল। তাই অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কোনও পার্থক্যই রইল না আম আদমি পার্টির। সাধারণ মানুষকে বোকা বানিয়েছেন কেজরিওয়াল ও তাঁর দল। আম আদমি পার্টিকে চিঠি দিয়ে এই অভিযোগ জানিয়েছেন আন্না। কেজরীওয়াল মানুষের থেকে বেশি ক্ষমতা এবং অর্থকে প্রাধান্য দিচ্ছেন বলেই মত তাঁর। ওয়েবসাইট থেকে লেনদেনের নথি সরিয়ে দেওয়াকে মানুষের সঙ্গে প্রতারণা বলেই মনে করছেন আন্না এবং তাঁর অনুগামীরা।যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আম আদমি পার্টি জানিয়েছে, আন্নাকে ভুল বোঝাচ্ছে বিরোধী দল। অর্থদাতাদের তালিকা সরিয়ে ফেলার পক্ষেও যুক্তি দিয়েছেন আম আদমি পার্টির কোষাধ্যক্ষ। তিনি জানিয়েছেন, বি জে পির পক্ষ থেকে তাঁদের অর্থদাতাদের উত্যক্ত করা হয় তাই তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আম আদমি পার্টি।
2016-12-25