নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর৷৷ দেশে এখন পাগলামি হচ্ছে৷ কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বিমুদ্রাকরণের নামে পাগলামি ছাড়া আর কিছুই হচ্ছে না বলে তিনি মনে করেন৷ কারণ, কালো টাকা উদ্ধার, জাল নোট বন্ধ করা, দূর্নীতি রোধ এবং সন্ত্রাসবাদীদের পায়ে বেড়ি পড়ানো, নোট বাতিল করে কোনটাই করা যাবে না এবং যাচ্ছেও না বলে শনিবার অবসরপ্রাপ্ত চিকিৎসকদের এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
তাঁর মতে, লোকসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েই দেশের মানুষের চিন্তা ঘুরিয়ে দেওয়ার জন্যই নোট বাতিলের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, দেশ যে অস্থির অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, সে জায়গায় অবসরপ্রাপ্ত চিকিৎসকদের সমাজের উপকারে কাজ করতে হবে বলে মুখ্যমন্ত্রী আহ্বান জানান৷ তিনি বলেন, শুধু শারীরিক সুস্থতা সমাজের পক্ষে যথেষ্ট নয়৷ প্রকৃত মানুষ হতে পারলেই সেটা সমাজের কাজে আসবে৷ সেক্ষেত্রে প্রত্যেক ছেলেমেয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠছে কিনা সেদিকে সকলকে নজর রাখতে হবে৷ বিশেষ অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও তাদের রোগীদের পরিবারের সাথে কথা বলতে হবে৷ তাঁদের বোঝাতে হবে ছেলেমেয়েরা যাতে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠে৷ মুখ্যমন্ত্রী এদিন অবসরপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ইতিবাচক ভূমিকা নিন, যাতে সমাজ উপকৃত হয়৷ এদিন তিনি বার্ষিক সম্মেলনে প্রয়াত চিকিৎসক ডাঃ মৃণাল ভৌমিকেরও স্মৃতিচারণ করেন৷ তাঁর ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, গতবারের সম্মেলনে তাঁকে এই অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম৷ সেদিন তাঁর বত্তৃণতায় বোঝা যাচ্ছিল তিনি অনুভব করছেন আর বেশিদিন বাঁচবেন না৷ একজন প্রথিযশা চিকিৎসক আগাম এধরনের অনুমান করতে পারবেন সেটাই স্বাভাবিক৷ এবারের সম্মেলনে প্রয়াত ডাঃ ভৌমিকের অভাব অনুভব করছেন বলে মুখ্যমন্ত্রী তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷
2016-12-25