ডিডিওদের অজ্ঞতার কারণে টিডিএস কেটে রাখা হলেও আয়কর বিভাগে জমা হচ্ছে না

tds-taxনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ বিভিন্ন দপ্তরের ডিডিওদের অজ্ঞতার কারণে টিডিএস কেটে রাখা হলেও, জমা পড়ছে না আয়কর দপ্তরে৷ কোন কোন সময় জমা পড়লেও সময় মত কাগজ ব্যবস্থা না করায় টিডিএস’র অর্থ ফেরত মিলছে না৷ বিষয়টি যথেষ্ট উদ্বেগজনক৷ এজন্য আয়কর দপ্তর সম্প্রতি রাজ্যের অর্থদপ্তরের প্রধান সচিব এম নাগারাজুকে চিঠি দিয়ে বলেছে, গুয়াহাটিস্থিত আয়কর দপ্তরের আঞ্চলিক মুখ্য কার্যালয় রাজ্যের সমস্ত দপ্তরের ডিডিওদের নিয়ে টিডিএস সম্পর্কে কর্মশালা করতে চাইছে৷ অবশ্য শুধু রাজ্য সরকারের দপ্তরই নয়, রাজ্যে অবস্থিত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসেও ডিডিওদের টিডিএস সম্পর্কে ধারণা নেই বললেই চলে৷ ফলে, বিভিন্ন সরকারি কর্মচারী এবং সরকারি বিল থেকে কেটে রাখা টিডিএস অনেক সময়ই জমা পড়ছে না আয়কর দপ্তরে৷ এই গাফিলতি উভয় অংশের জন্য মারাত্মক ঝঁুকিপূর্ণ৷ টিডিএস কেটে আয়কর দপ্তরে জমা না দিলে আইনত এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে আয়কর দপ্তরের৷ অন্যদিকে, টিডিএস কেটে জমা দেওয়ার পর এর নথি আয়কর রিটার্নের সময় জমা দিলে তাতে ছাড় পাওয়া যায়৷ অনেক ক্ষেত্রে কেটে রাখা টিডিএস ফেরতও পাওয়া যায়৷ কিন্তু ডিডিওদের অজ্ঞতার কারণে সঠিক সময়ে টিডিএসের কাগজ জমা না দেওয়ায় অনেকেই অর্থ ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ৷ আয়কর আইন অনুযায়ী, কোন ব্যক্তির আয় বাৎসরিক আড়াই লক্ষ টাকা অধিক না হলে তাকে কর দিতে হয় না৷ এক্ষেত্রে ঐ ব্যক্তির টিডিএস কাটা হলে রিটার্ন দাখিল করার সময় সেই নথি পেশ করা হলে কেটে রাখা টিডিএস’র অর্থ ফেরত পাওয়া যায়৷ তবে, এক্ষেত্রে নির্দিষ্ট সময় সীমার মধ্যে টিডিএস জমা এবং এর কাগজ সংগ্রহ করতে হয়৷ অধিকতরক্ষেত্রে দেখা যাচ্ছে, ডিডিওরা চলতি অর্থবছরে টিডিএস জমা দিতে দেরি করছেন৷ আবার কোন কোন সময় টিডিএস চলতি অর্থবছরে জমাও দিচ্ছেন না৷ অথচ দপ্তর টিডিএস ঠিকই কেটে রাখছে৷ আয়কর দপ্তর সূত্রে জানা গেছে, টিডিএস সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই৷ ফলে, অজ্ঞতার কারণে মারাত্মক এই ভুুল অনেকেই করে চলেছেন৷ এজন্যই আয়কর দপ্তর চাইছে টিডিএস সম্পর্কে রাজ্যের সমস্ত দপ্তরের ডিডিওদের নিয়ে কর্মশালা করা হোক৷ ঐ কর্মশালায় রাজ্য সরকারি দপ্তরের ডিডিওদের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলির ডিডিওদেরও অংশ নিতে বলা হবে৷ এখনো এই কর্মশালার বিষয়ে দিনক্ষণ ঠিক হয়নি৷ রাজ্য সরকারের কাছ থেকে এবিষয়ে মতামত জানার পরই আয়কর দপ্তর কর্মশালার উদ্যোগ নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *