বিশেষ প্রতিনিধি, উদয়পুর, ২৩ ডিসেম্বর৷৷ ফের নারী সংক্রান্ত অপরাধ৷ এবার গোমতী জেলার কাকড়াবনের আমতলীতে একটি অনাথ আশ্রমে৷ অভিযোগ স্থানীয় আলোর দিশারী নামের ঐ অনাথ আশ্রমের নয়জন শিশুর যৌন নির্যাতন করা হয়েছে৷ এই ব্যাপারে কাকড়াবন থানায় একটি মামলা করা হয়েছে৷ মামলার নম্বর ৯৮/১৬৷ মামলাটি হয়েছে আইপিসির ইউএস ৩৭৬(২), (১) এবং পক্সো আইন অনুযায়ী৷ সেই মোতাবেক পুলিশ তদন্ত শুরু করেছে৷ তাছাড়া সিআরপিসির ১৬৪ ধারা মূলে পুলিশ নির্যাতিতা শিশুদের গোপন জবানবন্দী নিয়েছে বলে খবর৷
সংবাদে প্রকাশ দীর্ঘ দিন ধরেই অনাথ আশ্রমটি পরিচালনা করছে নীলকান্ত রায় এবং তাঁর সাথে রয়েছে কৃষ্ণজ্যোতি প্রাণায়াত নামে এক মহিলা৷ তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শিশুদের যৌন নির্যাতনের৷ এই অভিযোগ এনেছেন একজন আইনজীবী৷ সেই মোতাবেক কাকড়াবন থানায় একটি মামলাও করা হয়েছে৷ পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালায়৷ কিন্তু, থানায় মামলা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্ত দুইজন পালিয়ে গা ঢাকা দিয়েছে৷ এদিকে, ঘটনার তদন্ত করতে কাকড়াবনে ছুটে গিয়েছেন উদয়পুরের এসডিপিও রাজেন্দ্র দত্ত৷ অনাথ আশ্রমে শিশুদের উপর যৌন নির্যাতনের খবর ছড়িয়ে পড়তেই গোটা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে প্রকৃত ঘটনা প্রকাশ্যে আনার জন্য দাবী তুলেছেন স্থানীয় জনগণ৷ প্রসঙ্গত, রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে৷ বিভিন্ন স্থানে নারীদের ইজ্জত লুন্ঠন করা হচ্ছে৷ বাদ যাচ্ছেনা শিশুকন্যাও৷ কাঠগড়ায় তোলা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদেরও৷ এনিয়ে উদ্বিগ্ণ অভিভাবক মহল৷
2016-12-24