বেঙ্গালুরু, ২৩ ডিসেম্বর (হি.স.): গোটা দেশজুড়ে নোট উদ্ধারের পালা অব্যাহত| এই পরিস্থিতিতে কর্ণাটকের হুবলি থেকে উদ্ধার করা হল নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটে ২৯ লক্ষ ৯৮ হাজার টাকা| এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে| পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার হুবলি এলাকা থেকে নতুন নোটে উদ্ধার করা হয় ২৯ লক্ষ ৯৮হাজার টাকা| বিপুল পরিমাণ বেহিসেবি টাকা তারা কোথা থেকে পেল, তা জানতে ধৃত দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|