জম্মু, ২০ ডিসেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখার কাছে মাইন বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক সেনা জওয়ান| সোমবার সন্ধ্যায় পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে ঘটনাটি ঘটেছে| মঙ্গলবার সেনাবাহিনী তরফে জানানো হয়েছে, ফুট ট্যাকে একটি পাথর গড়িয়ে পড়া মাত্রই মাইন বিস্ফোরণ হয়| গুরুতর জখম অবস্থায় ওই সেনা জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
2016-12-20