নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ ডিসেম্বর৷৷ একমাস পূর্বে গাঁজা বাগিচা ধবংসের অভিযানে নেমে মহকুমা প্রশাসন এবং পুলিশ প্রায় ৯০ লক্ষ টাকার গাঁজা গাছ ধবংস করেছিল৷ অবশিষ্ট গাঁজা বাগিচা তাদের ইঙ্গিতেই কাটা হয়েছে বলে জানান কলমচৌড়া থানার অধীন পাসানিয়া ঘাট এলাকার চাষীরা৷ রাতের আধারে দুসৃকতীরা কেটে দিয়েছে প্রায় চল্লিশ হাজার গাঁজা গাছ৷ চাষীদের মাথায় হাত৷
অন্যান্য দিনের মতো সকালে গাঁজা বাগিচায় কাজ করতে যায় চাষীরা৷ দেখতে পায় গাছগুলি মাটিতে পড়ে আছে৷ তখন চাষীরা গাছগুলি দেখে বুঝতে পারেন গোড়া কেটে দেওয়া হয়েছে৷ শত্রুতার জেরেই এই গাঁজা গাছ ধবংস করা হয়েছে বলে অনুমান ছিল প্রথমে৷ কিন্তু, পরবর্তী সময়ে চাষীদের মাথায় আসে যে, কিছুদিন আগে এলাকায় বিশালগড় মহকুমা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে গাঁজা বাগিচা ধবংস করা হয়েছিল৷ হয়তো প্রশাসনের ইশারাতেই দুসৃকতীরা গাঁজা বাগিচা ধবংস করে দিয়েছে৷ প্রসঙ্গত, কলমচৌড়ার বিভিন্ন এলাকায় ব্যাপক হারে গাঁজা চাষ করা হচ্ছে৷ বিকল্প আয়ের উৎস হিসেবে ঐসব এলাকার চাষীরা গাঁজা চাষে বিনিয়োগ করে চলেছে৷ কানির পর কানি গাঁজা বাগিচা৷ প্রশাসনের পক্ষ থেকে গাঁজা গাছ ধবংস করে চলেছে৷ আর চাষীরা কান্নায় ভেঙ্গে পড়ছেন৷ যদিও এই গাঁজা চাষ সম্পূর্ণভাবে বেআইনী৷
2016-12-20