নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ কুঞ্জবন সেবক সংঘের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদ্যাপন উপলক্ষ্যে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যে ক্লাব সংসৃকতির আমূল পরিবর্তন হয়েছে৷ একসময় মানুষ ক্লাবের নাম শুনলে শিউরে উঠতেন৷ কিন্তু এখন ক্লাব এলাকার মানুষের কাছে অত্যন্ত আপন হয়ে উঠেছে৷ আগে ক্লাবগুলো খেলাধূলা এবং মানুষের কাছ থেকে তোলা আদায়ে ব্যস্ত থাকত৷ সেই সংসৃকতি বদল হয়ে বর্তমানে ক্লাবকে ঐতিহ্য বজায় রেখে সামাজিক কাজকর্মে নিজেদের নিয়োজিত করেছেন৷ এলাকার গরিব পরিবারের মেয়েদের বিবাহের ব্যবস্থা, দুঃস্থ পরিবারের ছাত্র ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করা, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা সহ রক্তদান ও অন্যান্য সামাজিক কাজকর্মে নিজেদের নিয়োজিত করছে৷ তাতেই মানুষের মধ্যে ক্লাব সংসৃকতি সম্পর্কে পরিবর্তন ঘটেছে৷ শুধু শহর এলাকাতেই নয়, গ্রামীণ এলাকার ক্লাবগুলিকেও এই ধরনের সেবামূলক কাজকর্মে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
2016-12-19