জাঙ্গালিয়ায় নির্বাচনী সভায় সিপিএমের বিরুদ্ধে তোপ তৃণমূল নেতাদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ রবিবার বিশালগড় জাঙ্গালিয়ায় এক  সভায় তৃণমূল নেতা রতন চক্রবর্তী বলেন কংগ্রেসের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে সিপিএম যদি মানুষকে সাম্যবাদের সাধ দিতে পারে, দুর্নীতি দূর করে, নারীদের ইজ্জত  রক্ষা করে, বেকার যুবকদের  মেধা এবং প্রয়োজন অনুযায়ী চাকুরি দেবে, দুর্নীতি মুক্ত গণমুক্তি প্রশাসন মানুষের ঘরে পৌঁছে দেবে এবং রক্তাক্ত বিপ্লব না হউক গণতান্ত্রিক উপায়ে ভাল কাজ করে মানুষের হৃদয় জর করতে পারে তবে সিপিএম আরো কয়েক শতাব্দি থাকলেও কোন আপত্তি নেই৷ জাঙ্গালিয়া  এলাকায় এক নির্বাচনী সভায় গিয়ে একথা গুলো বলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান রতন চক্রবর্তী৷ তিনি বলেন, রাজ্যের সবকটি পঞ্চায়েতে দুর্নীতির কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে৷  দেশে বিভিন্ন কর্মসূচী  থাকা সত্ত্বেও র াজ্য সরকার তা রূপায়িত করছে না৷ ক্যাডার রাজ্য চলছে৷ গণতন্ত্র দিন দিন বিলুপ্ত হয়ে পড়ছে৷  তিনি আরো বলেন মানুষের পথ প্রদর্শক সর্বভারতীয় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে গরিব ও খেটে খাওয়া  মানুষের কথা  মাথায় রেখে দিনে অন্তত ১৭ ঘন্টা কাজ করে যাচ্ছে৷ এবং নন্দীগ্রাম দিয়েই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কফিনে শেষ পেরেকটি মেরেছেন৷ রবিবার সন্ধ্যায় বিশালগড় বিধানসভার অন্তর্গত রাউতখলা পঞ্চায়েতে জাঙ্গালিয়ায় এক নির্বাচনী সভায় মূল্যবান তথ্য  গুলি বলেছেন৷ রতন চক্রবর্তী ছাড়াও বক্তব্য রাখেন বিপ্লব কর, র াজ্য তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির প্রাক্তন সভাপতি নিতাই চৌধুরী৷ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন বিশালগড় ব্লক তৃণমূল নেতা আব্দুল মান্নান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *