নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৮ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া ব্লকের পশ্চিম হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের ২নং ওয়ার্ডের ৩নং আসনের উপনির্বাচনে সরব প্রচার শেষ বিভিন্ন রাজনৈতিক দলের৷ রবিবার বিকেলে থ্রাংনাই বাজারে বিজেপি প্রার্থী সুজলা নম দাসের সমর্থনে নির্বাচনী প্রচার সভা করা হয়৷ এদিনের প্রচার সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক৷ এছাড়াও ছিলেন রাজ্য মহিলা কমিটির সম্পাদিকা প্রতিমা ভৌমিক সহ খোয়াই এসসি মোর্চার সভাপতি ক্ষীতিশ দাস ও বিজেপি সম্পাদক বিকাশ দেববর্মা ছাড়াও আরো অনেকে৷ এদিনের নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখেন সম্পাদিকা প্রতিমা ভৌমিক৷ সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সহ সভাপতি সুবল ভৌমিক বর্তমান রাজ্যে পরিস্থিতির বিষয়ে তীব্র সমালোচনা করেন৷ তিনি বিজেপি প্রার্থী তথা সুজলা নম দাসের পক্ষে ভোট দানের জন্য ভোটারদের প্রতি আহ্বান রাখেন৷
2016-12-19