নাম পাল্টে বসবাস করছে ডাকাতীর আসামী, ষোল বছর পর পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ ডাকাতীর মামলায় অভিযুক্ত এক আসামীকে ১৬ বছর পর গ্রেপ্তার করতে সক্ষম

তরুণ দেববর্মা ওরফে অমর দেববর্মা
তরুণ দেববর্মা ওরফে অমর দেববর্মা

হল পুলিশ৷ শুক্রবার ভোর তিনটা নাগাদ বিশ্রামগঞ্জ থানার ওসি মণিন্দ্র দেবনাথ ও সোনামুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে তরুণ দেববর্মা (৩৫) নামে এক আসামীকে৷ তার বিরুদ্ধে ১৯৯৮-৯৯ সালে ডাকাতীর মামলা রয়েছে৷ মামলাটি হয়েছিল আইপিসির ৩৯৫ ও ৪১২ ধারা মোতাবেক৷ তৎকালীন সময়ে পুলিশ তরুণ দেববর্মাকে গ্রেপ্তার করেছিল৷ কিন্তু, সে জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দিয়েছিল৷ দীর্ঘ ষোল বছর ধরে সে পালিয়ে বেড়ায়৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া ধনীরাম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসামী তরুণ দেববর্মা গজারিয়া এলাকায় সমস্ত কাগজপত্র অমর দেববর্মা নামে করে নেয়৷ এমনকি রেশন কার্ড, পিআরটিসি থেকে শুরু করে সমস্ত কাগজপত্রে অমর দেববর্মা হিসেবে সে পরিচিত৷ শনিবার পুলিশ তাকে আদালতে তোলে৷ মাননীয় বিচার অভিযুক্ত তরুণ দেববর্মা ওরফে অমর দেববর্মাকে চৌদ্দদিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে৷ প্রশ্ণ উঠেছে একজন ডাকাতীর আসামী কিভাবে নাম পাল্টে রেশন কার্ড ও পিআরটিসি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র প্রশাসন থেকে হাতিয়ে নিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *