নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.) : নোট বাতিলের পরে কিছু রাজনৈতিক নেতা ভিখারি হয়ে গেছেন। বিরোধীদের উদ্দেশে তোপ দেগে একথা বলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর। গোয়ার পোন্ডা এলাকায় বিজেপি-র বিজয় সংকল্প যাত্রা থেকে নোট বাতিল নিয়ে বিরোধীদের অবস্থানে ফের তাদের কটাক্ষ করে তিনি বলেন, “পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে যে সার্জিক্যাল স্ট্রাইক মোদীজি করেছেন, তার পরে কিছু রাজনৈতিক নেতা ভিখারি হয়ে গেছেন।”
তিনি আরও বলেন, “এই ঘটনার পরই একজন নেতা হৃদরোগে আক্রান্ত হন। তারপর আবার তিনি নিজেই সাফাইয়ের সুরে মেসেজ করে জানান, নোট বাতিলের কারণে তিনি হৃদরোগে আক্রান্ত হননি।” কিছুদিন আগে একই ইস্যুতে বিরোধীদের কটাক্ষ করেন পর্রিকর। বলেন, যাদের যতবেশি টাকা আছে তারা তত বেশি চিৎকার করছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ থেকে বেশি বিরোধিতা করা হচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।-
2016-12-18