অ্যাডেন (ইয়েমেন), ১৮ ডিসেম্বর (হি.স.) : ইয়েমেনে আত্মঘাতী বোমা হমলায় নিহত ১০ সেনা । রবিবার দেশটির দক্ষিণাঞ্চলের অ্যাডেন শহরে আত্মঘাতী বোমা হমলার জেরে ১০ সেনা মারা যাওয়ার পাশাপাশি আরও অনেকে এতে আহত হয়েছেন । কে বা কারা এই হামলা চালিয়েছে এবং হামলার লক্ষ্য সম্পর্ক প্রাথমিকভাবে তা জানা যায়নি।
খবরে বলা হয়, সেনা সদস্যরা খোর মাস্কার জেলার একটি সেনা ঘাঁটিতে বেতন নিতে যাওয়ার সময় হামলাটির শিকার হন। সপ্তাহ খানেক আগেও একই শহরে জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় অর্ধশত সেনা সদস্য নিহত হন।-
2016-12-18