অরুণাচলে মৃদু ভূকম্প

ইটানগর (অরুণাচল প্রদেশ), ১৮ ডিসেম্বর, (হি.স.) : রবিবার ভোরে অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলায় মৃদু ভূমিকম্পের ঝাকুনি অনুভূত হয়েছে। রিখটার স্ক্যালে এই ভূকম্পের প্ৰাবল্য ছিল ৩.৮। আজকের এই ভূকম্পের উৎসস্থান এখনও উদঘাটন করতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। তাছাড়া কোনও হতাহত বা ক্ষষ়ক্ষতির খবরও নেই।