মুম্বই, ১৭ ডিসেম্বর (হি.স.): দেশজুড়ে নোট উদ্ধারের পালা অব্যাহত| শুক্রবার রাতে মুম্বইয়ে আন্ধেরি এলাকা থেকে উদ্ধার করা হয় নতুন ২০০০ টাকার নোটে ১ কোটি ৪০ লক্ষ টাকা| এই ঘটনায় আটক করা হয়েছে ৪ জনকে| ডিএন নগর থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম হল বিশাল জাভেরি, জয়েন্দ্র জাভেরি, হীতেশ ভবিশ এবং গাড়ির চালক জ্যোতি স্বামী| ধৃতরা সোনা ও হীরের ব্যবসায়ী|
পুলিশ জানিয়েছে, আন্ধেরির কাছে জুহু-বারসোভা লিঙ্ক রোডের নাকাবন্দির কাছে একটি সন্দেহজনক গাড়ি দেখতে পায় পুলিশ| ওই গাড়ি থেকেই ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে| উদ্ধার হওয়া পুরো টাকাটাই বাজেয়াপ্ত করা হয়েছে|
2016-12-17