শীহদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভায় ধিক্কার ও শোক প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর ৷৷ রাজ্যের দুই বীর সন্তান শম্ভু সাতরমুড়া এবং চিত্তরঞ্জন দেববর্মা সহ অন্যান্য সকল ভারতীয় বীর শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য বিধানসভার অধিবেশনে ধিক্কার ও শোক প্রস্তাব পাঠ করা হয়৷ বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ ধিক্কার ও শোক প্রস্তাব পাঠ করেন৷ শহীদ বীর জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিধানসভার সদস্য সদস্যাগণ দুই মিনিট নীরবতা পালন করেন৷
উল্লেখ্য, গত ২২ নভেম্বর, ২০১৬ইং আগরতলার সুভাষনগরের বাসিন্দা সীমান্ত সুরক্ষা বাহিনীর ১০৭নং ব্যাটেলিয়ানের এক কোম্পানি হাবিলদার জওয়ান ৩৪ বছর বয়সী বীর সন্তান শম্ভু সাতমুড়া জম্মুর পুঞ্চ জেলার জামিয়া ওয়ালিগলি সেক্টরে ভারত-পাক সীমান্তে পেট্রোলিং এর সময় পাকিস্তানী হানাদরদের পেথে রাখা মাইন বিস্ফোরণে শহীদ হন৷ অন্যদিকে, কল্যাণপুর থানাধীন গাইরিং প াণার বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর ৫১ ইঞ্জিনিয়ারিং রেজিমেন্টের নায়েক ৩৬ বছর বয়সী চিত্তরঞ্জন দেববর্মা গত ২৯ নভেম্বর ২০১৬ তারিখে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের আক্রমণে শহীদ হন৷ এতে সেনাবাহিনীর ৭ জওয়ান শহীদ হন৷ ত্রিপুরা বিধানসভা পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গীদের এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে৷ সন্ত্রাসবাদীদের আক্রমণে রাজ্যের দুই বীর সন্তান শম্ভু সাতমুড়া এবং চিত্তরঞ্জন দেববর্মা সহ অন্যান্য সকল ভারতীয় বীর শহীদ জওয়ানদের প্রতি ত্রিপুরা বিধানসভায় গভীর শ্রদ্ধা জানানো হয়েছে এবং তাঁদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সহমর্মিতা জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *